ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কিন্ডারগার্টেন স্কুলে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ১

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিন্ডারগার্টেন স্কুলে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কিন্ডারগার্টেন স্কুলে ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ওই স্কুলেরই প্রতিষ্ঠাতা। মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফরিদপুরের ভাটি কানাইপুরে মাতৃভূমি কিন্ডারগার্টেন নামের স্কুলের এই প্রতিষ্ঠাতার নাম মোঃ আবুল বাশার মোল্লা (৪৫) । সে ভাটি কানাইপুর এলাকার মৃত ছদন মোল্লার ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সূত্রের খবরে এই ক্যাম্পের র‌্যাব সদস্যরা মঙ্গলবার ভোররাতে ভাটি কানাইপুর গ্রামের বাশার মোল্লার বাড়ি ও স্কুলে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে তারই মালিকানাধীন মাতৃভূমি কিন্ডারগার্টেন স্কুলের টিনের ঘরের মধ্যে থেকে ৫৫৯ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।

আরেফিন পরাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাশার মোল্লা জানায়, সে দীর্ঘদিন যাবৎ যশোর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে ফরিদপুরসহ আশেপাশের জেলার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



রাইজিংবিডি/ ফরিদপুর/১১ জুন ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়