ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কিশোর গ্যাং কালচার বন্ধে সচেতনতা দরকার’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কিশোর গ্যাং কালচার বন্ধে সচেতনতা দরকার’

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ঢাকার উত্তরায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে একজন নিহত হওয়ার পর বিষয়টি সারা দেশে আলোচনায় চলে আসে। এ কালচার বন্ধে পুলিশের পদক্ষেপের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা দরকার।

মঙ্গলবার রাত ৮টায় ফেসবুকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা কিশোরদের অপরাধী হিসেবে দেখি না। তারা একটা ভুল করতে পারে। তাদেরকে শোধরানোর দায়িত্ব আমাদের। তাই গ্যাং কালচার বন্ধে আমাদের পারিবারিক ও সামাজিকভাবে আরো বেশি সচেতন হতে হবে। ধর্মীয় মূল্যবোধ বাড়াতে হবে। তা না হলে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে না।’

তিনি আরো বলেন, ‘উত্তরায় গ্যাং ওয়ারে একজন নিহত হওয়ার পর আমাদের গোয়েন্দারা মাঠে নামেন। তারা লক্ষ করেন, ঢাকা শহরের প্রতিটি থানায়, পাড়ায় এ ধরনের একটি-দুটি গ্যাং আছে।’

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রত্যেক বাবা-মার উচিত তার সন্তান কী করছে তা খতিয়ে দেখা। আপনার সন্তান দরজা বন্ধ করে ইন্টারনেটে কোন সাইট ব্রাউজ করছে তা তাকে জিজ্ঞাসা করুন। তার সাথে বন্ধুত্বসূলভ আচরণ করুন, দেখবেন এ ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়