ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জ এবার ৪০৭ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জ এবার ৪০৭ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার জাঁকজমক প্রস্তুতি চলছে কিশোরগঞ্জে। মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির পর রং দিচ্ছেন শিল্পীরা। এবার জেলার ১৩টি উপজেলায় ৪০৭টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে।

গতবছর ৩৮০টি মন্ডপে পূজা হয়েছিল। তবে এবার আরো ২৭টি মন্ডপ বেড়েছে ।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে। জেলা ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে। গঠন করা হচ্ছে নানা রকম কমিটি। প্রশাসনের সহযোগিতা ও নির্দেশনায় নিরাপত্তাসহ সবদিক মাথায় রেখে পূজার প্রস্তুতি নিচ্ছেন তারা।

আয়োজকরা জানান, প্রতিমার পাশাপাশি চলছে মন্দিরের শোভাবর্ধনের কাজ। মন্দিরের সামনে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেছেন, প্রতিটি মন্ডপের পূজা নির্বিঘ্ন রাখতে পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থার লোকজনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। ৪০৭টি পূজা মন্ডপই সিসি ক্যামেরার আওতায় রাখার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।




রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৩ অক্টোবর ২০১৮/রুমন চক্রবর্তী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়