ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে আয়কর মেলা শুরু

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে আয়কর মেলা শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি : ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে আয়কর মেলা। 

বৃহস্পতিবার সকাল থেকে আয়কর অফিস প্রাঙ্গণে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মেলা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আয়কর মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা দেওয়া হবে।

মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান। এ সময় কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কর আইনজীবী সমিতির সভাপতি রুহুল কুদ্দুস সেলিম, আয়কর কর্মকর্তা মো. একরামুল হকসহ স্থানীয় ব্যবসায়ীরা ছিলেন।

আয়োজকেরা জানিয়েছেন, চার দিনের এ মেলায় করদাতাদের সব ধরনের তথ্য সেবা দেওয়া হবে। এ ছাড়া বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে আলাদা বুথ। সরাসরি কর পরিশোধের ব্যবস্থাও থাকছে মেলায়।

 

 

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২ নভেম্বর ২০১৭/রুমন চক্রবর্তী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়