ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃষক হারিছ মিয়া হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মোস্তফা মিয়া, আবু সিদ্দিক, ওয়াহাব মিয়া, আব্দুল আওয়াল, মরম আলী, মো. মতি মিয়া, রুস্তুম আলী, মো. ইসমাইল ও আবু সিদ্দিক।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৪ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাতুয়াইল কান্দা এলাকার কৃষক হারিছ মিয়াকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় নিহতের ভাই শহিদুল্লাহ ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ জজ কোর্টের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ২১ বছর পর আজ দীর্ঘ শুনানি শেষে আদালত নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড। ইব্রাহীম নামের এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় তিন আসামির মৃত্যু হয়। রায়ের সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আছেন দুজন।

 

 

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২০ ফেব্রুয়ারি ২০১৮/রুমন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ