ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৪

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল নগরের চাদমারী খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

আহতরা হলেন- সাইদুল ইসলাম, নাজমুল, হুমায়ুন কবির ও অজ্ঞাতনামা একজন।

শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন জানান, দগ্ধ চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে তেলবাহী ট্যাংকারটি টেনে তীরে আনা হয়েছে।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এস এম শরফুজ্জামান রুবেল বলেন, ‘ইতোমধ্যে হাসপাতালে তিনজন ভর্তি হয়েছে। ভর্তি হওয়া ওই তিনজনের অবস্থা গুরুত্বর। সবাই ৭৫ ভাগের ওপরে দগ্ধ হয়েছে। এ ছাড়া বাকি একজন সাধারণ চিকিৎসা নিয়েছেন।’



রাইজিংবিডি/বরিশাল/১৮ ফেব্রুয়ারি ২০১৭/ জে. খান স্বপন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়