ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুকুর-বিড়ালের জন্য কোটি টাকার সম্পতি দান

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৩০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুকুর-বিড়ালের জন্য কোটি টাকার সম্পতি দান

এলিজাবেথ কার্টার কাউন্টি শেলটার

অন্য দুনিয়া ডেস্ক : পশুদের প্রভু ভক্তির গল্প প্রায়ই শোনা যায়। এছাড়া মানুষেরও পোষা প্রাণীদের প্রতি তাদের ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করে থাকেন।

 

 

 

সম্প্রতি পার হয়ে গেল বড় দিনের উৎসব। এইদিন পরিবার পরিজনদের বিভিন্ন উপহার দিয়ে ধুমধামের সঙ্গে দিনটি পালন করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। কিন্তু ওই দিন পশুদের প্রতি ভালোবাসা থেকে কোটি টাকার সম্প্রতি ‘এলিজাবেথ কার্টার কাউন্টি শেলটারে’ দান করেছেন যুক্তরাষ্ট্রের কার্টার কাউন্টির এলিজাবেস্টন শহরের গ্লেন্ডা টেইলর ডেলডার নামের এক নারীর পরিবার।

 

কার্টার কাউন্টি সরকারের ওয়েবসাইটে তথ্যটি জানিয়েছেন মেয়র লিয়ন হামফ্রে। গ্লেন্ডার পরিবার তাদের সম্পত্তির ১.২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা) এলিজাবেথ কার্টার কাউন্টি শেলটারে দান করেছেন। এর মধ্যে ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৩২ লাখ টাকা) খরচ করা হবে এলিজাবেথ কার্টার কাউন্টি শেলটারের যে অংশ কুকুর ও বিড়াল থাকে তার সম্প্রসারণ ও দেখভালের কাজে। এছাড়া পশুদের যাতায়াতের জন্য একটি ভ্যানও কেনা হবে।

 

আগামী ৯ জানুয়ারি থেকে সম্প্রসারনের কাজ শুরু হবে। আর আগামী ১ মার্চের মধ্যে ভ্যানের ব্যবস্থা করা হবে বলেন জানিয়েছেন মেয়র হামফ্রে।

 

গত বছর নভেম্বরে মৃতুবরণ করেন গ্লেন্ডা। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ছিলেন একজন পশুপ্রেমী।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৬/মারুফ/শান্ত 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়