ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুকুরের মুখ থেকে উদ্ধার করেও বাঁচানো গেল না নবজাতককে

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুকুরের মুখ থেকে উদ্ধার করেও বাঁচানো গেল না নবজাতককে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ডাস্টবিনে কুকুরের মুখ থেকে উদ্ধার করেও বাঁচানো গেল না কয়েক ঘণ্টা বয়সি এক মেয়ে নবজাতককে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাসপুর এলাকা থেকে ওই নবজাতকটি উদ্ধার করা হয়েছিল।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও প্রণয় ভূষন দাস ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে স্থানীয় জালাল উদ্দিন মাস্টার স্কুলের আয়া শাহনাজ পারভীন বাসায় ফেরার পথে পশ্চিম বিলাসপুর এলাকা ডাস্টবিনে বাজারের ব্যাগ নিয়ে কুকুরকে টানাটানি করতে দেখেন। নবজাতকের কান্নার শব্দ পেয়ে তিনি কুকুর তাড়িয়ে বাচ্চাটিকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

আরএমও আরো বলেন, নবজাতকটি কয়েক ঘণ্টা বয়সি এবং প্রিম্যাচিউট ছিল।



রাইজিংবিডি/গাজীপুর/২৪ এপ্রিল ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়