ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কুকের ডাবল সেঞ্চুরি, কুকের রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুকের ডাবল সেঞ্চুরি, কুকের রেকর্ড

অ্যালিস্টার কুকের ব্যাটে ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : আগের দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। দিন শেষে অপরাজিত ছিলেন ১৫৩ রানে। অ্যালিস্টার কুক সেটিকে আজ দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ডাবলের পথে গড়েছেন এজবাস্টনে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির এই টেস্টে দ্বিতীয় দিন লাঞ্চের আগে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন কুক। ব্যক্তিগত ১৯৮ থেকে ক্যারিবীয় পেসার কেমার রোচকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকিয়ে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ওপেনার। বাঁহাতি ব্যাটসম্যান লাঞ্চের আগে ২১৩ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ডের হয়ে কুকের চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে কেবল ওয়ালি হ্যামন্ডের (৭টি)। কুকের সমান ৪টি ডাবল সেঞ্চুরি আছে লেন হাটনের।

এই ডাবল সেঞ্চুরির পথে এজবাস্টনে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড গড়েছেন কুক। তিনি ছাড়িয়ে গেছেন ডেভিড গাওয়ারকে। ১৯৭৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এজবাস্টনে ১৪ ইনিংসে ৭৬৭ রান করেছিলেন গাওয়ার। কুকও ১৪তম ইনিংসে ছাড়িয়ে গেলেন পূর্বসূরিকে। কুকের রান ৮০০ ছাড়িয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়