ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কুতিনহো-ডেম্বেলের চুক্তির ‘খুব কাছে’ বার্সা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুতিনহো-ডেম্বেলের চুক্তির ‘খুব কাছে’ বার্সা

উসমান ডেম্বেলে (বাঁয়ে) ও ফিলিপে কুতিনহো

ক্রীড়া ডেস্ক : নেইমার পিএসজিতে চলে যাওয়া পর থেকেই ফিলিপে কুতিনহো ও উসমান ডেম্বেলের পিছু ছুটছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এই দুজনকে দিয়ে নেইমারের শূন্যতা পূরণ করতে চাইছে। কিন্তু এখনো তাদের দলে ভেড়াতে পারেনি। তবে বার্সেলোনার মহাব্যবস্থাপক পেপ সেগুরা জানিয়েছেন, কুতিনহো-ডেম্বেলের সঙ্গে চুক্তির ‘খুব কাছে’ চলে এসেছেন তারা।

কিছুদিন আগে কুতিনহোর জন্য বার্সার দ্বিতীয় দফা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে লিভারপুল। এর পরপরই অবশ্য ২৫ বছর বয়সি ব্রাজিলিয়ান প্লেকেমার ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে লিভারপুলের কাছে আবেদন করেছেন। ডেম্বেলের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডও বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে রিয়ালের কাছে হারের পর বার্সার মহাব্যবস্থাপক সেগুরা দাবি করলেন, এই দুই খেলোয়াড়কে ন্যু ক্যাম্পে নিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘টিভি-৩’কে সেগুরা বলেছেন, ‘কুতিনহো ও ডেম্বেলে দুজনই চুক্তির খুব কাছে। আমরা আশা করছি, তারা শেষ পর্যন্ত বার্সার জার্সিই পরবে। চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি আর কিছু বলতে পারব না। আমরা জানি দলকে সাহায্য করতে হবে, শক্তিশালী করতে হবে এবং আমরা এটাই করে যাচ্ছি।’

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ফ্রেঞ্চ উইঙ্গার ডেম্বেলেকে ছাড়তে ডর্টমুন্ড নাকি রাজিও হয়ে গেছে। ডেম্বেলে ও কুতিনহোকে লা লিগায় রোববার বার্সার প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে দেখা যাবে কি না, এমন প্রশ্নে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে অবশ্য বলেছেন, ‘আমি জানি না।’

তথ্যসূত্র : গোল ডটকম, মেইল অনলাইন।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়