ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুলা প্রতীকেই নির্বাচন করবে বিকল্পধারা, তবে ...

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুলা প্রতীকেই নির্বাচন করবে বিকল্পধারা, তবে ...

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে বিকল্পধারা বাংলাদেশ জানিয়েছে, তারা নিজস্ব প্রতীক কুলা নিয়েই নির্বাচন করবেন। তবে ১৪ দলের সঙ্গে সমঝোতা হলে কিছু প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করতে পারেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে এ চিঠি দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

দলটির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আরপিওর বিধান অনুযায়ী, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থীরা দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবেন। অপরদিকে, ১৪ দলের সঙ্গে জোট সম্প্রসারণের বিষয়ে আলোচনা এখনো চলছে। সমঝোতা হলে বিকল্পধারা মহাজোটে অংশগ্রহণ করবে। তখন বিকল্পধারা ও যুক্তফ্রন্টের কিছু প্রার্থী ক্ষেত্রবিশেষে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

এর আগে বিকেলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী দলগুলোর তালিকায় বিকল্পধারার নাম নেই।



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/হাসিবুল/রফিক  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়