ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় প্রশ্ন ফাঁসকারী আটক

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় প্রশ্ন ফাঁসকারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি : ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে কুষ্টিয়া শহরতলীর ঈদগাঁ পাড়ার ছাত্রাবাস থেকে সাদমান সাকিব পলক (১৯) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এ এইচ এম মাহফুজুর রহমান।

আটককৃত সাদমান সাকিব পলক মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমিরুল ইসলামের ছাত্রাবাসে অভিযান চালিয়ে সাদমান সাকিব পলককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও চারটি সিম উদ্ধার করা হয়।

আরো জানানো হয়, চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসের কথা উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেছেন সাদমান সাকিব। পরে নিজের ফেসবুক আইডি থেকে প্রশ্ন ও উত্তরপত্রের ২৯ (ঊনত্রিশ) পাতা বের করে দেন তিনি। যার সঙ্গে চলমান পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে।

জিজ্ঞাসাবাদে সাদমান সাকিব জানান, বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে টাকার বিনিময়ে এসব প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৭ ফেব্রুয়ারি ২০১৮/কাঞ্চন কুমার/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়