ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কুষ্টিয়ায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ১৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিনামূল্যে রোগী দেখা, প্রয়োজনীয় ওষুধ, চশমা ও চোখের ছানি অপারেশন করা হচ্ছে।

মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার হরিনায়নপুরে দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজে দোয়ারকা দাস ফাউন্ডেশন ও ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা দিচ্ছেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহম্মেদ, কনসালট্যান্ট আই, ভিটেরো-রেটিনা বিশষেজ্ঞ ও সার্জন ডা. রুবিনা আক্তার, আই কনটাক্ট লেন্স বিশেষজ্ঞ ও সার্জন ডা. এম এ খালেক।

দোয়ারকা দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পবন কুমার আগারওয়াল জানান, এখানে বিনামূল্যে প্রায় ২ হাজার চক্ষু রোগীদের দিনব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/১৬ মে ২০১৭/কাঞ্চন কুমার/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়