ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুষ্টিয়া সংবাদদাতা : পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার খাজানগর এলাকায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, “পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে খাজানগর এলাকায় অভিযান চালিয়ে পাটের মোড়ক ব্যবহারের পরিবর্তে পলিথিন ব্যাগ ব্যবহার করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে দীন মহাম্মদ অটো রাইস মিলের মালিক দীন মহাম্মদ জামানকে ৩০ হাজার টাকা,  আজগার হোসেনকে ২০ হাজার, শাহীন আলীকে পাঁচ হাজার এবং প্রগতি এগ্রো ফুডের মালিক জামসের আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৪ ডিসেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়