ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় চেক জালিয়াতি মামলায় সাবেক পৌর মেয়র সাইফুল হক খাঁন ফারুক চৌধুরীকে (৬০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা ও জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। 

দণ্ডপ্রাপ্ত ফারুক চৌধুরী মিরপুর পৌরসভার দুই মেয়াদে নির্বাচিত মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ফারুক চৌধুরী মিরপুর উপজেলার হরিতলা গ্রামের মৃত সিরাজুল হক খাঁন চৌধুরীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সিরাজুল ইসলামের দায়ের করা ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলায় শুনানি শেষে বিচারক আসামির  অনুপস্থিতিতে কারাদণ্ডাদেশ দেন।

১৯৯৯ সালে মিরপুর পৌরসভা ঘোষণা হলে ফারুক চৌধুরী মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৪ সালে পৌরসভার মেয়র নির্বাচনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হন। পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হলে তাকে দীর্ঘ দিন কারাগারে থাকতে হয়। 



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৮ জুলাই ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়