ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা ও প্রতিবেশি নারীকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পৃথক মামলায় বৃহস্পতিবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি বিজয় (২৮) আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাদণ্ডের পাশাপাশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ভেড়ামারা থানার বাসিন্দা বিজয় স্ত্রী ববিতা খাতুন (২০) কে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ২০১৩ সালের ২৫ জুন ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আকরাম হোসেন দুলাল জানান, স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই রায় একই সঙ্গে চলতে থাকবে এবং ২০১৪ সালের অক্টোবর থেকে শুরু করে অদ্যবদি আসামির হাজতবাস কর্তন হবে কারাদণ্ড থেকে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৭ মার্চ ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়