ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুড়িগ্রামে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক, গবাদি পশু ও অন্যান্য পণ্য চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলার দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা হয়।

৩৫ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজিবপুর উপজেলা চেয়ারম্যন আকবর হোসেন হিরো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনসচেতনতার মাধ্যমে সীমান্তবাসীকে চোরাচালান থেকে সরিয়ে আনতে পারলেই আর কোনো সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটবে না।

সীমান্ত হত্যা, গরু চোরাচালান, মাদক দ্রব্য নির্মূলে বিভিন্ন পরার্মশমূলক বক্তব্য রাখেন বক্তারা।


রাইজিংবিডি/কুড়িগ্রাম/৮ জুন ২০১৯/বাদশাহ্‌ সৈকত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়