ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কৃষক রাজ্জাক হত্যায় ১০ জনের ফাঁসি

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৩১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষক রাজ্জাক হত্যায় ১০ জনের ফাঁসি

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে বেকসুর খালাস দেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- বাঘজুর গ্রামের রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান ও নসিম উল্লাহ। রায় প্রদানকালে দণ্ডপ্রাপ্তদের সাতজন আদালতে উপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বাঘজুর গ্রামে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০০১ সালের ২৯ অক্টোবর কৃষক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের ছেলে হারুন মিয়া বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পরের বছর ২৮ ফেব্রুয়ারি ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৭ জন বেকসুর খালাস পায়। তার মধ্যে বিচার চলাকালে তিনজন মারা যায়। 



রাইজিংবিডি/হবিগঞ্জ/৩১ জানুয়ারি ২০১৮/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়