ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কে পাচ্ছেন ডাক, টেনশনে ঠাকুরগাঁওয়ের ‘নৌকা’ প্রত্যাশীরা

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কে পাচ্ছেন ডাক, টেনশনে ঠাকুরগাঁওয়ের ‘নৌকা’ প্রত্যাশীরা

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও জেলার ৩ টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ৩০ জন। তারপর দিয়েছেন জমা। সাক্ষাৎকার পর্বও শেষ। এখন অপেক্ষা কার ডাক আসে।

এখানে জোট মহাজোটের জটিল সমীকরণে দলের অনেকের মনোনয়নই ঝুঁকিতে রয়েছে। তাই হৃদয়ের ধুকপুক বেড়ে গেছে তাদের। কে পাবেন নৌকার টিকিট, কে সে ভাগ্যবান।

এবার প্রার্থী চূড়ান্তে তৃণমূলের মতামতের বাইরে বিভিন্ন সংস্থা ও সাংগঠনিক জরিপকে গুরুত্ব দিয়ে ক্ষমতাসীন দল প্রার্থী মনোনয়ন দিচ্ছে এমন খবরে মনোনয়নপ্রত্যাশীরা মহা টেনশনে সময় পার করছেন। শুধু অপেক্ষার প্রহর গুনছেন ‘কখন ঘোষণা’।

মনোনয়ন সংগ্রহকারী অনেকেরই বিশ্বাস, দলীয় মনোনয়ন পাবেন। অনেকেই নির্বাচনী প্রচারণায় আগেই নেমে পড়েছেন। এমন তালিকায় রয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, প্রয়াত এমপি খাদেমুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা সাহেদুল ইসলাম সাহেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন বাবুসহ মোট ১৪ জন।

এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে, এখানে বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-২ আসনে বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়সহ মনোনয়ন প্রত্যাশী ১১ জন।

এই আসনে কিছু আওয়ামী লীগের নেতা মনে করছেন বর্তমান এমপি’র পরিবর্তন হতে পারে। কিন্তু তৃণমূল কর্মীরা মনে করছেন ৬ বারের নির্বাচিত বর্তমান এমপি ছাড়া এই আসনটি ধরে রাখা সম্ভব না।

ঠাকুরগাঁও-৩ আসনে রয়েছেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, তাঁতী লীগের রবিউল ইসলাম রবি ও সুজাউল করিম সুজা। তবে এ আসন থেকে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন মনোনয়ন ক্রয় করেছেন। আবার ওয়ার্কাস পার্টির বর্তমান এমপি ইয়াসিনকে মহাজোটের প্রার্থী হিসেবে অনেকেই মনে করছেন।

এই আসনে বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন কিনেছেন জাহিদুল ইসলাম।

ঠাকুরগাঁওয়ের ৩টি নির্বাচনী আসনের স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন নির্বাচনে দলের নতুন মুখের দেখা মিলবে এতে কোনো সন্দেহ নেই। তবে কোন আসন থেকে কে বাদ পড়বে আর কে থাকবে সেটিই এখন দেখার। সবাই নেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়। তবে দল থেকে যাকে মনোনয়ন দেবে তারা তার জন্যই কাজ করবেন বলে জানান।




রাইজিংবিডি/ ঠাকুরগাঁও/১৯ নভেম্বর ২০১৮/তানভীর হাসান তানু/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়