ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু হয়েছে।

শনিবার সকালে নির্বাচনী সামগ্রী পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।

রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল জানান, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া, ১ হাজার ৫০০ সেনাসদস্য ও ১৪ প্লাটুন বিজিবি সদস্য টহলে রয়েছেন। জেলার চারটি সংসদীয় আসনের ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ৪৯০টিই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন।




রাইজিংবিডি/সাতক্ষীরা/২৯ ডিসেম্বর ২০১৮/শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়