ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কেমিক্যাল স্প্রে করার সময় ৫০ মণ আম জব্দ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেমিক্যাল স্প্রে করার সময় ৫০ মণ আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কেমিক্যাল স্প্রে করার সময় ৫০ মণ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা পৌরসভার চালতেতলার তপন দাশের গোডাউনে অভিযান চালিয়ে এই আম জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।

ভ্রাম্যমাণ আদাণতের পেশকার জগদীশ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালতেতলায় অভিযান চালিয়ে কেমিক্যাল স্প্রে করার সময় হাতেনাতে ৫০ মণ গোবিন্দভোগ, হিমসাগর ও ল্যাংড়া আম জব্দ করা হয়েছে। এ সময় দুইজন শ্রমিককে পাওয়া গেলেও আমের মালিককে পাওয়া যায়নি। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, পরে আমগুলো গাড়ির চাকায় পিসে বিনষ্ট করা হয়েছে।

কেমিক্যাল ফ্রি আম বাজারজাতকরণে সাতক্ষীরা জেলা প্রশাসন ১৫ মে থেকে হিমসাগর ও ২৫ মে থেকে ল্যাংড়া আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১০ মে ২০১৭/এম.শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়