ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোটা সংস্কারের দাবিতে অচল পুরান ঢাকা

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটা সংস্কারের দাবিতে অচল পুরান ঢাকা

জবি প্রতিনিধি : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পুরান ঢাকাকে কার্যত অচল করে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াবাজার মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-মাওয়া, গুলিস্তান-সদরঘাট, সদরঘাট-যাত্রবাড়ী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরান ঢাকা। ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘শেখ মুজিবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ তিতুমিরের বাংলায় কোটার ঠাঁই নাই।

এদিকে ছাত্রলীগ আন্দোলনে বিরোধিতা করলেও দুপুর ১টার দিকে আন্দোলনে যোগ দেয় জবি ছাত্রলীগ শাখা। জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা যোগ দেয়। তারাও নয়াবাজার মোড়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/আশরাফ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়