ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোচিং স্টাফদের চুক্তি বাড়াচ্ছে না জিম্বাবুয়ে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৩ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোচিং স্টাফদের চুক্তি বাড়াচ্ছে না জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : নিজেদের ঝিমিয়ে যাওয়া ক্রিকেটে গতি আনতে বড় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে জিম্বাবুয়ে। আগস্টের শেষের দিকেই চুক্তির মেয়াদ শেষ হবে জিম্বাবুয়ে কোচিং স্টাফদের। এরপর অধিকাংশ স্টাফদেরই চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)

কোচিং স্টাফদের পাশাপাশি খেলোয়াড়দের চুক্তি নিয়েও যাচাই বাছাই করা হতে পারে বলে জানিয়েছে জেডসি। এ ব্যাপারে আগামী সপ্তাহে বৈঠকে আলোচনা হবে।

নিজেদের কার্যক্রম নিয়ে এক বাতায় জেডসি জানায়, ‘এটা কঠিন সময় এবং জিম্বাবুয়ে ক্রিকেটকে রক্ষা করতে কঠিন সিদ্ধান্ত দরকার হয়ে পড়েছে।’

নিজেদের ক্রিকেটে দৈন্যদশা কাটাতেই এমন উদ্যোগ জিম্বাবুয়ের। নভেম্বরেই ঘরোয়া ক্রিকেটকে আবারও শুরু করার পরিকল্পনা নিয়েছে জেডসি। এ জন্য প্রয়োজনীয় স্টাফদের নিয়োগ দেবে বলেও জানিয়েছে বোর্ড।

সেপ্টেম্বরের শেষের দিকে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।  এর আগে  নিজেদের ক্রিকেটে বড় পরিবর্তন আনতে চাইছে দলটি।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়