ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘কোটা বাতিলে দল ঝুঁকিতে পড়েনি’

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোটা বাতিলে দল ঝুঁকিতে পড়েনি’

কুষ্টিয়া সংবাদদাতা : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ঝুঁকিতে পড়েনি বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

তিনি বলেছেন, ‘‘কোটা পদ্ধতি বাতিল করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য ঝুঁকির কারণ হবে না বরং ইতিবাচক হবে। কারণ ওই সব ছাত্রসমাজ, যারা কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল, তাদের সমর্থন সরকারের পক্ষে থাকবে।’’

শনিবার বেলা ১১টায় নিজ বাসভবনে পয়লা বৈশাখ উদযাপনকালে সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড দাবি প্রসঙ্গে হানিফ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। তাই এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যত্যয় ঘটেনি।

তিনি বলেন, একটি দলের একেবারে শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন, তবে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগণের সঙ্গে কথা বলার নৈতিক অধিকার থাকে না। বিএনপি ইতিমধ্যে সেই নৈতিক অধিকার হারিয়েছে।

এ সময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৪ এপ্রিল ২০১৮/কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়