ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কোপা আমেরিকা-২০১৯ এর সময়সূচি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোপা আমেরিকা-২০১৯ এর সময়সূচি

ক্রীড়া ডেস্ক : শনিবার সকাল থেকে মাঠে গড়াচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৬তম আসর। যেখানে তিনটি গ্রুপে ১২টি দল অংশ নিবে। ‘এ’ গ্রুপে রয়েছে আয়োজক ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে  আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও অতিথি দল কাতার। ‘সি’ গ্রুপে রয়েছে উরুগুয়ে, ইকুয়েডর, চিলি ও অতিথি দল জাপান।

১৫ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৩ ও ৪ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ৭ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ৮ জুলাই হবে ফাইনাল।

তিন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে ছয়টি ও তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দলসহ মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

তার আগে চলুন দেখে নেওয়া যাক কোপা আমেরিকা-২০১৯ এর গ্রুপ পর্বের সময়সূচি।

তারিখ

মুখোমুখি

সময় (বাংলাদেশ)

ভেন্যু

১৫ জুন ২০১৯

ব্রাজিল-বলিভিয়া

সকাল ৬টা ৩০ মিনিট

সাও পাওলো

১৬ জুন

ভেনেজুয়েলা-পেরু

রাত ১টা

পোর্তো আলেগ্রি

১৬ জুন

আর্জেন্টিনা-কলম্বিয়া

দিবাগত রাত ৪টা

সালভাদর

১৭ জুন

প্যারাগুয়ে-কাতার

রাত ১টা

রিও ডি জেনেরিও

১৭ জুন

উরুগুয়ে-ইকুয়েডর

দিবাগত রাত ৪টা

বেলো হরিজেন্তো

১৮ জুন

জাপান-চিলি

ভোর ৫টা

সাও পাওলো

১৯ জুন

বলিভিয়া-পেরু

রাত ৩টা ৩০ মিনিট

সাও পাওলো

১৯ জুন

ব্রাজিল-ভেনেজুয়েলা

সকাল ৬টা ৩০ মিনিট

বেলো হরিজেন্তো

২০ জুন

কলম্বিয়া-কাতার

রাত ৩টা ৩০মি.

সাও পাওলো

২০ জুন

আর্জেন্টিনা-প্যারাগুয়ে

সকাল ৬টা ৩০মি.

বেলো হরিজেন্তো

২১ জুন

উরুগুয়ে-জাপান

ভোর ৫টা

পোর্তো আলেগ্রি

২২ জুন

ইকুয়েডর-চিলি

ভোর ৫টা

সালভাদর

২৩ জুন

বলিভিয়া-ভেনেজুয়েলা

রাত ১টা

বেলো হরিজেন্তো

২৩ জুন

পেরু-ব্রাজিল

রাত ১টা

সাও পাওলো

২৪ জুন

কাতার-আর্জেন্টিনা

রাত ১টা

পোর্তো আলেগ্রি

২৪ জুন

কলম্বিয়া-প্যারাগুয়ে

রাত ১টা

সালভাদর

২৫ জুন

চিলি-উরুগুয়ে

ভোর ৫টা

রিও ডি জেনেরিও

২৫ জুন

ইকুয়েডর-জাপান

ভোর ৫টা

বেলো হরিজেন্তো




রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়