ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোম্পানীগঞ্জে এসএসসি কেন্দ্রে মুঠোফোন, ৫ শিক্ষককে অব্যাহতি

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোম্পানীগঞ্জে এসএসসি কেন্দ্রে মুঠোফোন, ৫ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি : কেন্দ্র সচিবের উদাসীনতায় ও পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন ব্যবহার করার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার কার্যক্রম থেকে ৫ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার উপজেলার রংমালা দারুস্ সুন্নাহ্ মডেল আলিম মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

পরীক্ষার কেন্দ্র সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলার ভূমি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান পরীক্ষা চলাকালীন কেন্দ্রে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে রংমালা দারুস্ সুন্নাহ্ মডেল আলিম মাদ্রাসা কেন্দ্রের ৫ শিক্ষককে এসএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করেন। একই সময় তিনি কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করেন এবং কেন্দ্র সচিব আবদুল্লাহ আল মামুনের জিম্মায় রাখেন।

এ ঘটনায় রংমালা দারুস্ সুন্নাহ্ মডেল আলিম মাদ্রাসার কেন্দ্র সচিব আবদুল্লাহ আল মামুন গণমাধ্যম কর্মীদের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের নাম-পরিচয় প্রকাশে অপরাগতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষকদের ভবিষ্যতে এসএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে বিরত রাখার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।



রাইজিংবিডি/নোয়াখালী/১০ ফেব্রুয়ারি ২০১৮/মাওলা সুজন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়