ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যানসারের নকল ওষুধ জব্দ, গ্রেপ্তার ৩

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যানসারের নকল ওষুধ জব্দ, গ্রেপ্তার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক : ক্যানসারের নকল ওষুধে সয়লাব হয়ে গেছে। এক শ্রেণির প্রতারকচক্র অধিক লাভের আশায় এ কাজ করছে। নকল ওষুধ সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাত করার দায়ে তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৩ থেকে জানানো হয়, সোমবার বিকেলে তেজগাঁও থানার পশ্চিম নাখাল পাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. দেলোয়ার হোসেন, মো. আনিছুর রহমান ও মো. জুলফিকার হায়দারকে গ্রেপ্তার করা হয়। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘ওসিসেন্ট-৮০’ এর মোড়কে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়।
 


র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে ক্যানসারের  নিম্নমানের ওষুধ ক্রয় করে বাংলাদেশে এনে তা দেশের নামি-দামি ওষুধ কোম্পানির প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের মোড়কে বাজারজাত করে আসছে। ফুসফুস ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওসিসেন্ট ব্র্যান্ডের ওষুধের বাজার মূল্য ১৫ হাজার টাকা। কিন্তু প্রতারকচক্র নিম্নমানের ভেজাল ওষুধ ৭,৫০০ টাকায় বাজারে বিক্রি করছে। গ্রেপ্তারকৃত আনিসুর মেডিক্যাল প্রমোশন অফিসার হওয়া সত্বেও নিম্নমানের ওষুধ বাজারে সরবরাহ ও বাজারজাত করে আসছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়