ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্যাপিটাল মার্কেটে মেধাবীদের আসার আহ্বান

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাপিটাল মার্কেটে মেধাবীদের আসার আহ্বান

অর্থনৈতিক প্রতিবেদক : আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ খান বলেছেন, ‘বাংলাদেশ যে হারে এগিয়ে যাচ্ছে তাতে প্রতিবছর অবকাঠামো উন্নয়নের জন্য ২০ বিলিয়ন ডলারের প্রয়োজন। এর জন্য ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন জরুরি। যদি ভালো কোম্পানি বাজারে না তালিকাভুক্ত হয় তবে প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ আসবে না। তাই এখানে মেধাবীদের আসার জন্য আহ্বান জানাচ্ছি।’

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি অনলাইন নিউজ পোর্টাল আয়োজিত তিন দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর শেষ দিনে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

আরিফ খান বলেন, ‘সফলতার জন্য অবশ্যই সফলদের অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। এই খাতে ক্যারিয়ার গড়ার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সফল ব্যক্তিদের অনুসরণ করা দরকার। বড় স্বপ্ন দেখার কোনো প্রয়োজন থাকে না যদি তা বাস্তবায়নের প্রচেষ্টা না থাকে।’

ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার গড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কাজের প্রতি একাগ্রতা থাকা। কঠোর পরিশ্রম, কাজের প্রতি নিষ্ঠা আর উন্নত মানসিকতা অনেক উচ্চতায় নিতে পারে।’

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ‘নতুন প্রজন্ম যে ক্যাপিটাল মার্কেটের দিকে ঝুঁকছে এটি সত্যিই এ বাজারের সবচেয়ে ইতিবাচক দিক। সঠিক জ্ঞানের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখতে পারলে নিজেকে অনেক উচ্চতায় নেওয়া সম্ভব।’

ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ মুসা বলেন, ‘পুঁজিবাজারে ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইচ্ছা। এর সঙ্গে প্রচেষ্টা থাকলেই কেবল প্রত্যাশা পূরণ করা সম্ভব। তবে বাংলাদেশের বন্ড মার্কেটের অবস্থাটা ইক্যুইটি মার্কেটের তুলনায় অনেক পিছিয়ে। বাজারের গতিশীলতা ও স্থিতিশীলতা আনতে বন্ড মার্কেটকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করার সময় এসেছে।’

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন ডেল্টা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি এস এম খান। এ ছাড়া সেমিনারে আরো উপস্থিত ছিলেন আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, লংকা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম এ ফয়সাল মাহমুদ, এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদ হাসান, পার্টনার অব এজ রিসার্চ অ্যান্ড কনসালটিংয়ের নির্বাহী অর্থ কর্মকর্তা আলী ইমাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বের ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়