ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে তিনে উঠে এলেন আব্বাস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে তিনে উঠে এলেন আব্বাস

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে টেস্ট সিরিজ জয়ে পাকিস্তানের নায়ক ছিলেন মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ৬২ রান দিয়ে নেন আরো ৫ উইকেট। ১০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তাতে প্রথমবারের মতো এক ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। তাতে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতে নেয় সিরিজ।

অসাধারণ বোলিং করার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের এই বোলার। আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৪তম স্থান থেকে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। আর সেটা সম্ভব হয়েছে ক্যারিয়ার সেরা ৮২৯ রেটিং পয়েন্ট পাওয়ায়। তার সামনে আছেন কেবল ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৮৯৯) ও দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা (৮৮২)।

তার পাশাপাশি আরেক বোলার বিলাল আসিফও। দুই টেস্টে ৯ উইকেট শিকার করে ১৭ ধাপ উন্নতি করেছেন তিনি। উঠে এসেছেন ৫২তম স্থানে।

পাকিস্তানের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও রান পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অভিষিক্ত ফখর জামান আবুধাবি টেস্টে ৯৪ ও ৬৬, অধিনায়ক সরফরাজ আহমেদ ৯৪ ও ৮১, আজহার আলী ৬৪, বাবর আজম ৯৯ রান করেন। টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাবর আজম ৭৬তম, আজহার আলী ১৫তম  আর অভিষিক্ত ফখর জামান র‌্যাঙ্কিং তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করেছেন ৬৮তম স্থানে।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়