ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের আবেদন শুরু আজ

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৪, ১৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের আবেদন শুরু আজ

অর্থনৈতিক প্রতিবেদক: বে-মেয়াদী ফান্ড ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের ইউনিট বিক্রির জন্য আজ থেকে আবেদনপত্র ও চাঁদার টাকা জমা নেওয়া শুরু হচ্ছে। যা চলবে ৩০ মে পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ মার্চ ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬০০তম নিয়মিত সভায় এই প্রোসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। এখানে উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৮ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বিক্রি করা যাবে।

ফান্ডের উদ্যোক্তা ও ব্যবস্থাপক হিসাবে রয়েছে ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।




রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়