ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্লাস বর্জন করে অনশনে শিক্ষকরা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লাস বর্জন করে অনশনে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : জাতীয়করণসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণ দিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরাম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪তম অবস্থান কর্মসূচি ও ৯ম দিনের মতো আমরণ অনশন পালন করছেন শিক্ষকরা।

তারা বলেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে আরো কর্মসূচি দেওয়া হবে। প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।

আমরণ অনশন কর্মসূচিতে এখন পর্যন্ত ১০৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। তারমধ্যে চিকিৎসা নিয়ে কিছু শিক্ষক আবার অনশনে যোগ দেন।

গত ১০ জানুয়ারি থেকে প্রথমে লাগাতার অবস্থান কর্মসূচি, পরে ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন করছেন। টানা এই কর্মসূচির পাশেই জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন করছেন তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়