ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খাদ্যের সন্ধানে লোকালয়ে দলছুট হনুমান

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ১৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্যের সন্ধানে লোকালয়ে দলছুট হনুমান

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা মাতিয়ে বেড়াচ্ছে একটি কালোমুখো হনুমান।

হনুমানটি দেখতে ভিড় করছে নানা বয়সের মানুষ। খাবারের সন্ধানে হনুমানটি গোপালগঞ্জে চলে এসেছে। গত কয়েক দিন ধরে হনুমানটি গোপালগঞ্জে অবস্থান করছে।

এলাকাবাসী জানান, খাবারের সন্ধানে হনুমানটি গোপালগঞ্জে চলে এসেছে। সারাদিন এ গাছ থেকে ও গাছ আর মানুষের দেওয়া খাবার খেয়ে দিন কাটছে হনুমানটির। আর রাতে অবস্থান করছে গাছের উচু ডালে।

সদর উপজেলা ফরেস্টার জাহাঙ্গীর আলম খান বলেন, যশোর থেকে কলার ট্রাকে বা খাদ্যের অভাবে হনুমানটি এখানে চলে আসতে পারে। হনুমানটি ধরার চেষ্টা চলছে।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৫ সেপ্টেম্বর ২০১৭/বাদল সাহা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়