ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খালিদ হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালিদ হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সচিবালয় প্রতিবেদক : প্রখ্যাত সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তায় বলেন, খালিদ হোসেনের মৃত্যুতে জাতি একজন বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী, গবেষক ও স্বরলিপিকারকে হারালো। একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী খালিদ হোসেন পৃথিবী ছেড়ে চলে যওয়ায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। এ গুণী শিল্পীর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।




রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/হাসান/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়