ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘খালেদা জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খালেদা জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘জনগণের ওপর ভরসা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ খালেদা জিয়া (বিএনপি চেয়ারপারসন) দিয়েছেন তা গ্রহণ করুন।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি খালেদা জিয়া জানিয়েছেন তা জনগণের দাবি। প্রয়োজনে সংবিধানের সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় খালেদা জিয়া কোনো আক্রোশ নয়, বরং রাজনৈতিক বক্তব্যই দিয়েছেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘গতকালের সমাবেশ ঐতিহাসিক। এখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা একটা সমাবেশ করতে পারেন। আমরা তো করেই ফেলেছি। শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী হিসেবেই করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে সেই সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে রাখতে হবে ঢাকা শহরের সমস্ত বাস, পরিবহন সেক্টর বন্ধ থাকবে, আর একটা ব্যাপার সমাবেশ যেদিন হবে তার দুই দিন আগে পুলিশ আওয়ামী লীগের নেতা-কর্মী যারা আছে তাদেরকে ধাওয়া করবে, বাড়িতে ঘুমাতে দেবে না। বিএনপির নেতা-কর্মীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে ঠিক তেমনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের করতে হবে। এই দুটি কাজ করে তারপর দেখেন মাঠ ভরে কি না?’

এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কথা খুব পরিষ্কার। সময় থাকতে আলোচনায় আসুন আমরা অপেক্ষা করব। যদি আলোচনায় না আসেন অনন্তকাল ধরে বিএনপি বসে থাকবে না। কীভাবে দাবি আদায় করতে হয়, কীভাবে স্বৈরশাসককে বাড়ি পাঠাতে হয় সেটা বিএনপি জানে।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক রিপনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

 


রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়