ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খালেদাকে সরাতে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের পায়তারা : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদাকে সরাতে গণপ্রতিনিধিত্ব আইন  সংশোধনের পায়তারা : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দলীয় নেতৃত্ব থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে অপসারনে সরকার গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের পায়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘সরকার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটিল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো-বিএনপি গঠনতন্ত্রে যে ধারা বিলুপ্ত করেছে তার সঙ্গে মিল রেখে অনুরুপ একটি ধারা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত করার ক্ষেত্র তৈরি করা।’

তিনি বলেন, ‘এরপর ওই ধারার দোহাই দিয়ে বেগম খালেদা জিয়া  ও তারেক রহমানকে দলের নেতৃত্ব থেকে সরানোর পদক্ষেপ নেবে তারা। বিএনপির পক্ষ থেকে আমি দলীয় গঠনতন্ত্রের ৭ ধারা বিলুপ্তি নিয়ে প্রধানমন্ত্রীর অপপ্রচার ও  সরকারি ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

দলের গঠনতন্ত্র সংশোধন নিয়ে সংসদে গত ১১ জুলাই প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তার বক্তব্য উদ্ভট, অলীক ও  অন্তঃসারশূণ্য। বিএনপি ও দলের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসত্য, বানোয়াট অপপ্রচার। আমরা মনে করি এই বক্তব্য দুরভিসন্ধিমূলক ও সুদুরপ্রসারী চক্রান্তের অংশ।’

তিনি বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা গত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের দ্বারা সংশোধিত, যা পরবর্তীতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। আমাদের দলের দুর্নীতিবিরুদ্ধ অবস্থান স্পষ্টতর করার জন্য কাউন্সিলে দলীয় গঠনতন্ত্রের অংশ দলের সদস্য পদের আবেদনপত্র সংশোধন করে ‘আমি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেবো না’- এই বাক্যটি সংযোজন করা হয়। আমাদের জানা মনে কোনো দলের গঠনতন্ত্রের সদস্যপদ লাভের জন্য এমন ঘোষণা দেওয়ার বিধান নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘যখন নির্বাচন ঘনিয়ে আসছে, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়ার পর তাদের(সরকার) যে আশা ছিলো-বিএনপিকে ভেঙে ফেলতে সক্ষম হবে সেটাতে ব্যর্থ হয়েই এখন তারা ভিন্ন কৌশল নিয়ে এগুচ্ছে।’

‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতোই দেউলিয়া হয়ে গেছে যে এদের মধ্যে কোনো রাজনীতি নেই। তাকে রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রকে ব্যবহার, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, সরকারি সংস্থাকে ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকতে হচ্ছে। সেজন্য সর্ববৃহৎ রাজনৈতিক দলকে কী করে ক্ষতিগ্রস্থ করা যায়, মামলা-মোকাদ্দমা দিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার করা যায় তার সমস্ত কৌশল তারা নিয়েছে’, বলেন তিনি।

সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বার বার করে বলছি এই নোংরা পথে, এই অনৈতিক পথে হাঁটবেন না। সোজা পথে হাঁটুন, সোজা পথে হেঁটে গণতন্ত্রকে সত্যিকার অর্থে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়ার যে সংগ্রাম করে আসছি আমরা এবং জনগন, সেই সংগ্রামে শরিক হোন।’

দলের গঠনতন্ত্রে ৭ ধারা পরিবর্তন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর ও অলীক’ প্রতিবেদন প্রকাশ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপিকে বিপর্যস্ত করতে ষড়যন্ত্রের পথে হাঁটছে শেখ হাসিনা (প্রধানমন্ত্রী)। ফখরুদ্দিন-মইনউদ্দিনের যে কায়দায় বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করেছিলো সেই একই কায়দায় এখন পুনরায় বিছানো হচ্ছে ষড়যন্ত্রের জাল। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করার কথা আমরা শুনতে পারছি। এরই অংশ হিসেবে সরকারি সংস্থাগুলো নানামুখী তৎপরতায় যুক্ত হয়ে পড়েছে।’

‘এই উদ্দেশ্য বাস্তবায়নে সরকার তার বিভিন্ন সংস্থার মাধ্যমে বিএনপির দলীয় গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশনের আরপিও সংক্রান্ত কিছু উদ্দেশ্যপূর্ণ রিপোর্ট গণমাধ্যমে প্রচার  ও প্রকাশ করার জন্য মাঠে নেমেছে’ অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন,  ‘এটা জনগনের কাছে যেমন পরিস্কার, আমাদের কাছেও পরিস্কার যে বিএনপিকে ডিসমেন্টাল করার জন্য, বিএনপিকে সব দিক দিয়ে বেকায়দায় ফেলে দেবার জন্য তারা এই অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারের কোনো অশুভ নীল নকশার অংশ না হবার জন্য আমি বাংলাদেশের  গণমাধ্যমের প্রতি আহবান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, শামসুজ্জামান সুরুজ, আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৮/রেজা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়