ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনার মেয়রের কাছে শিশুদের ১১ দফা দাবি

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার মেয়রের কাছে শিশুদের ১১ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : শিশুদের কল্যাণে বাজেটে বরাদ্দের জন্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে খুলনা শিশু ফোরামের শিশুরা ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে। এ সময় মেয়র দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন।

খুলনা সিএসএস আভা সেন্টারে রোববার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাউদার্ন বাংলাদেশ রিজিয়নের জীবনের জন্য প্রকল্পের সহযোগিতায় শিশু ফোরাম খুলনার আয়োজনে ‘শিশুদের বাজেট ভাবনা সংলাপ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এই অনুষ্ঠানে শিশু ফোরামের শিশুরা ১১ দফা দাবি পেশ করে।

তালুকদার আব্দুল খালেক বলেন, সিটি কর্পোরেশনের আগামী বাজেটে শিশুদের জন্য বাজেট বরাদ্দ থাকবে। তাদের খেলাধূলার ব্যবস্থা করতে সিটি কর্পোরেশন ইতোমধ্যে আধুনিক খুলনা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে কেউ যেন বঞ্চিত না হয়, সেই জন্য ১৯৭২ সালের সংবিধানে মৌলিক অধিকারের সঙ্গে শিশু ও নারীদের অধিকার লিপিবদ্ধ করা হয়। শিশুদের জন্য সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থাসমূহ কাজ করে যাচ্ছে। এ সকল কাজ সমন্বিতভাবে হলে সবাই এর উপকার পাবে। শিশুদের অবস্থা বদলে যাবে। কেউ বঞ্চিত হবে না।

তিনি বলেন, শিশু শ্রমের বিষয়টি অনেক সময় পরিবার হতে উৎসাহিত করা হয়। বাল্য বিবাহের বিরুদ্ধে পরিবারকে সচেনতন হতে হবে। ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেয়ার সুযোগ নেই। শিশুরা আগামী দিনের কর্ণধার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবি, আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন প্রমুখ।




রাইজিংবিডি/খুলনা/২৪ মার্চ ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়