ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনার ৯ জেলায় র‌্যাবের নিরাপত্তা টহল শুরু

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার ৯ জেলায় র‌্যাবের নিরাপত্তা টহল শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে খুলনা বিভাগের নয়টি জেলায় টহল জোরদার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা ও নড়াইল জেলায় টহল শুরু হয়েছে। 

র‌্যাব-৬’র সূত্র জানান, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারির অংশ হিসেবে র‌্যাব-৬’র খুলনা ক্যাম্প, যশোর ক্যাম্প এবং ঝিনাইদহ ক্যাম্প থেকে একযোগে বিশেষ টহল শুরু হয়েছে। এর মধ্যে খুলনা ক্যাম্প থেকে ১২টি বিশেষ মহড়া শুরু হয়ে খুলনা মহানগরী এবং অন্যান্য ক্যাম্পগুলো থেকে ১২টি মহড়া দায়িত্বপূর্ণ এলাকায় টহল অব্যাহত রেখেছে।

র‌্যাব-৬’র সহকারী পরিচালক এএসপি মো. তোফাজ্জল হোসেন জানান, নির্বাচনকালীন সময়ে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে র‌্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে।  



রাইজিংবিডি/খুলনা/০৮ নভেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়