ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা : জেলার বটিয়াঘাটায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা র‌্যাব-৬ এর একটি দল স্থানীয় কিসমত ফুলতলার বালির পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় দুটি অস্ত্র, ১৫ রাউন্ট শটগানের কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়। 

র‌্যাব সূত্র জানায়, কিসমত ফুলতলার বালির পয়েন্টে ডাকাতরা নৌপথে ডাকাতির জন্য অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় চার ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- কয়রা উপজেলার ভাঙ্গারপোল গ্রামের মো. দাউদ আলী সানার ছেলে মো. রবিউল ইসলাম (২৭), বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে রেজাউল করিম ওরফে রেজো (৪৮), বাগেরহাট জেলা সদরের সৈয়দপুর ৯নং ওয়ার্ডের মৃত আদম আলী মোড়লের ছেলে মো. বায়েজিদ মোড়ল (৪৪) ও দাকোপ উপজেলার পূর্ব খেজুরিয়া ৭নং ওয়ার্ডের মৃত কালু শরিফের ছেলে ফুল মিয়া শরিফ (৫২)।

খুলনা র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূরুজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ খুলনা জেলার বটিয়াঘাটায় ডাকাতি করে আসছিল। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

রাইজিংবিডি/খুলনা/১৫ ডিসেম্বর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়