ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা নগরীর নিরালা মোড়ের ডিপার্টমেন্টাল বিপণি কেন্দ্র ‘সিমা স্টোরে’ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল পুড়ে গেছে।

প্রায় ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রোববার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন স্টাফ অফিসার মো. মাহবুব আলম জানান, গতকাল দুপুরে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলেন সবাই। পরে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পথচারী ও স্থানীয়রা প্রথমে পোড়া গন্ধ ও আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে প্রায় ঘণ্টাব্যাপী দুটি পৃথক ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে গ্যাসের সিলিন্ডারসহ দাহ্য দ্রব্য ছিল। এজন্য আগুন নিয়ন্ত্রণে নিতে একটু সময় লেগেছে। এতে ২০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে পর অসুস্থ হয়ে পড়ায় নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয় সিমা স্টোরের মালিক মো. এনামুল শিকদারকে।



রাইজিংবিডি/খুলনা/১৯ মার্চ ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়