ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলনায় তৌকিরের ‘ফাগুন হাওয়া’

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় তৌকিরের ‘ফাগুন হাওয়া’

‘ফাগুন হাওয়া’ ছবির একটি দৃশ্যের শুটিং

মুহাম্মদ নূরুজ্জামান, খুলনা : খুলনার পাইকগাছার পল্লীতে এখন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এর নতুন ছবি ‘ফাগুন হাওয়া’র শুটিং চলছে ।

মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকির ‘ফাগুন হাওয়া’ নির্মাণ করছেন। ১০ মার্চ থেকে পাইকগাছার নিভৃত পল্লী রাড়ুলী আর. কে. বি. কে হরিশচন্দ্র কলেজিয়েট ইউনিস্টিটিউটে ছবিটির মঞ্চের দৃশ্যের শুটিং চলছে। বলা যায়, ‘ফাগুন হাওয়া’র শুটিং নিয়ে রাড়ুলী পল্লী এখন জমজমাট।

ছবির কাহিনী এরকম- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র টগবগে তরুণ নাসির ১৯৫২ সালের ফাগুন মাসে ঢাকা থেকে নিজ জেলা শহরে এসে দেখেন এখানেও ভাষা আন্দোলনের ঢেউ লেগেছে। নাসিরও তাদের সঙ্গে একাত্ম হন। এখানের মানুষজনকে আরো অনুপ্রাণিত করতে থাকেন। এ সময়ে পরিচয় হয় দীপ্তির সঙ্গে। দীপ্তিও ঢাকা মেডিক্যাল কলেজে পড়ে। ছুটিতে বাড়িতে এসে সেও জড়িয়ে পড়ে ভাষা আন্দোলনে। এক সাথে আন্দোলন করতে গিয়ে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আর এভাবেই এগিয়ে যায় ‘ফাগুন হাওয়া’র কাহিনী।

‘নাসির’ চরিত্রে সিয়াম আহমেদ ও ‘দীপ্তি’ চরিত্রে নুশরাত ইমরোজ তিশা অভিনয় করছেন। খল চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে। যে কিনা থিয়েটার চর্চার ঘোর বিরোধী। তিনি ছদ্মবেশে সিয়াম, তিশা ও সাজু খাদেমের থিয়েটার চর্চাকেন্দ্রে ঢোকেন। তার সঙ্গে রয়েছে দলবল। এই দৃশ্যে সিয়াম ও রওনক হাসানের সাথে রয়েছেন তিশা, সাজু খাদেম, সঞ্জয় গোস্বামী, নুশরাত জাহান জেরী, কানিজ ফাতেমা সূচী, রানা ও হাসান।

এই ছবিতে চমক হিসেবে তৌকির কাস্ট করেছেন আমির খানের ‘লগন’ খ্যাত অভিনেতা যশপাল শর্মাকে। তাকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে এই ছবিতে।

ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, আজাদ সেতু প্রমুখ। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

তৌকির আহমেদের কথায়, ‘ আমার মনে হয়, মহান এই ভাষা আন্দোলন নিয়ে সিনেমায় কোনো পূর্ণাঙ্গ কাজ হয়নি। বর্তমানে আমি এই কাজটি করতে পেরে খুশি।’

তৌকির বলেন, ‘আমি আগে পাঁচটি ছবি করেছি। ‘ফাগুন হাওয়া’ আমার ষষ্ঠ ছবি। এই ছবিতে ওই সময়ের (১৯৫২) বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হচ্ছে। এই ছবির মাধ্যমে দর্শকরা ৫২’ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবেন। জানতে পারবেন, ভাষা আন্দোলনের ঢেউ কীভাবে গ্রামাঞ্চলের মানুষকেও আন্দোলিত করেছিল।’

অভিনেত্রী তিশা বলেন, ‘ ফাগুন হাওয়া’ চলচ্চিত্রে কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ভাষা আন্দোলন নিয়ে আগে পূর্ণাঙ্গ কোনো ছবি হয়নি। ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে করা একটি চ্যালেঞ্জিং কাজ করতে পেরে আমি সত্যিই খুশি।’

তিশা বলেন, ‘এই ছবিতে তৌকির আহমেদ বলিউডের বিখ্যাত অভিনেতা যশপাল শর্মাকে নিয়েছেন। যশপাল শর্মা এখানে আসার আগে আমার দু’টি ছবি দেখেছেন- ‘ডুব’ আর ‘হালদা’। ছবি দু’টিতে আমার অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়েছেন। পাইকগাছায় এসে তাঁর সঙ্গে যখন প্রথম দেখা হলো, তখন তার সেই মুগ্ধতা আমাকে জানিয়েছেন। যখন কপোতাক্ষ নদের পাড়ে তার সঙ্গে প্রথম শুটিং করছিলাম, তখন একটিবারের জন্যও মনে হয়নি, তিনি এত বড় মাপের একজন অভিনেতা।’

ছবির নায়ক সিয়াম বলেন, ‘সত্যি কথা বলতে কী ‘ফাগুন হাওয়া’ করতে আমার ভয় লাগছে। এই সিনেমাটি একটি ‘আর্কাইভ্যাল ভ্যালু’হিসেবে কাজ করবে। বিদেশে সিনেমার মাধ্যমে অনেক ইতিহাস তুলে ধরা হয়। কিন্তু আমাদের দেশে সেরকম কিছু হয়নি। কিন্তু তৌকির ভাইয়ের মতন গুণী একজন মানুষ এই ছবিটির মাধ্যমে বাঙালি জাতির আত্মত্যাগ ও গর্জন তুলে ধরেছেন। বাঙালি বিড়ালের জাতি নয়, বাঙালি যে প্রয়োজনে গর্জে উঠতে পারে ‘ফাগুন হাওয়া’ তাদের অনুপ্রাণিত করবে।’



রাইজিংবিডি/খুলনা/২০ মার্চ ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়