ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় পল্লী বিদ্যুতের সঙ্গে টেলিটকের চুক্তি স্বাক্ষর

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় পল্লী বিদ্যুতের সঙ্গে টেলিটকের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ‘টেলিটকের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন, সময়, শ্রম ও অর্থ বাঁচান’ শ্লোগানকে সামনে রেখে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে খুলনা পল্লী  বিদ্যুৎ সমিতির বিল পরিশোধ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার দুপুরে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

টেলিটকের ডিস্ট্রিবিউটর মেসার্স আসাদ স্টোরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের জোনাল ইনচার্জ জাহিদ আনসারী।

উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুজ্জামান, ডিজিএম (কারিগরি) মোহাম্মদ গোলাম কাওছার তালুকদার, এজিএম (প্রশাসন) মো. রাহাত, এজিএম (অর্থ) উৎপল মন্ডল, এজিএম (সদস্য সচিব) মো. সাঈদ হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) উত্তম কুমার মন্ডল, এরিয়া ম্যানেজার আহমদ মুসা তারেক, মেসার্স আসাদ স্টোরের ডিস্ট্রিবিউশন হাউজের মালিক মো. ইউসুফ হোসাইন খান।

এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/খুলনা/৮ অক্টোবর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়