ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনায় প্রথমবারের মতো বিসিএল

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় প্রথমবারের মতো বিসিএল

আব্দুল্লাহ এম রুবেল : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৬ষ্ঠ আসর চলছে।

এটি বিসিএলের ৬ষ্ঠ আসর হলেও এবারই প্রথম এই লিগের ম্যাচ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ইতিমধ্যেই খুলনায় পৌঁছেছে দু’টি দল। আজ দু’দলই শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছে।

এদিকে বিসিএলকে সামনে রেখে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে শেখ আবু নাসের স্টেডিয়ামে। বেশ কিছুদিন পর খুলনাতে আবারও প্রথম শ্রেণির ক্রিকেট মাঠে গড়াচ্ছে। আবু নাসের স্টেডিয়ামের আউটফিল্ডে নতুন ঘাষ লাগানো হয়েছে। উইকেটেরও যত্ন নেয়া হচ্ছে প্রতিদিন। বিসিবি সূত্রে জানা গেছে, স্পোর্টিং উইকেট তৈরির কথা রয়েছে বিসিএলের ভেন্যুগুলোতে। শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার কাজী আব্দুস সাত্তার কচি জানান, বিসিএলের ম্যাচ আয়োজনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত আবু নাসের স্টেডিয়াম। মাঝে বেশ কিছুদিন মাঠ বিশ্রামে থাকায় স্টেডিয়াম প্রস্তুত করতে খুব একটা অসুবিধা হয়নি।

ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যানেজার (ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) মিল্টন আহমেদ জানিয়েছেন, রাতে তাদের দলটি খুলনায় এসে পৌঁছেছে। শনিবার সকালে আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা। প্রথম দুই ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকলেও এ ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রয়েছে তাদের। 

প্রতিযোগিতার প্রথম দুই রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিসিবি নর্থ জোন। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রাইম ব্যাংক সাউথ জোন ১৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। আর পয়েন্ট তালিকায় সবার নিচে ওয়ালটন সেন্ট্রাল জোন। ২ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট।



রাইজিংবিডি/খুলনা/২০ জানুয়ারি ২০১৮/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়