ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খুলনায় মাশরাফির বোলিংয়ে যেন সেই তেজ

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় মাশরাফির বোলিংয়ে যেন সেই তেজ

বোলিং করছেন মাশরাফি। ছবি: মিলটন আহমেদ

আব্দুল্লাহ এম রুবেল : খুলনার উইকেট ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য এখানে করার কিছুই নেই। গত তিন দিনে দুই দলের ব্যাটসম্যানরা সেটাই প্রমাণ করেছেন। তবে মাশরাফি দেখিয়েছেন অনেক কিছু করার আছে এই উইকেটেও।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ভালো বল করলেও মাত্র একটি উইকেট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাশরাফিকে। আক্ষেপ তাই ছিলই। এবার সে আক্ষেপ কিছুটা হলেও দূর হলো। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে দ্বিতীয় ইনিংসের মাশরাফির ছোট্ট একটা ঝলকেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। তাই তিন বছর পর মাশরাফির প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরাটা সাদামাটা নয়, থাকল রঙিন হয়েই।

ছোট্ট সেই স্পেলে মাত্র ৪ ওভার বল করে একটি মেডেনসহ ১২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। এ সময় মাশরাফির বোলিং দেখে মনে হয়েছে, যেন ৮ বছর আগের সেই পুরোনো মাশরাফি। বোলিংয়ে সেই একই তেজ। প্রায় প্রতিটা বলেই কারুকার্য ছিল।

নিজের দ্বিতীয় ওভারে নাসিরকে দিয়েই শুরু করেন মাশরাফি। তৃতীয় বলে দারুণ এক আউটসুইংয়ে বোকা বানান সদ্য জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নাসিরকে। ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। দুই বল পরেই আবারও মাশরাফি-চমক। এবার কিছুটা লাফিয়ে ওঠা বলটি ঠিকভাবে খেলতে পারেননি মাহমুদুল হাসান। জিয়াউর রহমানের হাতে ক্যাচ তুলে দেন।

নিজের চতুর্থ ওভারের শেষ বলে আবারও উইকেট পান মাশরাফি। এবার আরিফুল হককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। আর ততক্ষণে খুলনার আবু নাসের স্টেডিয়ামে গ্যালারি প্রায় চিৎকার করে ওঠে।

এরপরই বৃষ্টি শুরু হলে আর খেলা মাঠে গড়ায়নি। বৃষ্টি না হলে হয়তো আরো কিছু চমক দেখাতেন মাশরাফি। খুলনার কোচ এমদাদুল বাশার রিপনের কন্ঠে তাই কিছুটা আক্ষেপ, ‘কাল বা আজ যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ না হতো তাহলে ম্যাচটা জেতার চ্যালেঞ্জ নিতাম আমরা। মাশরাফির বল দারুণ মুভমেন্ট করেছে। আমরা খুবই অবাক হয়েছি।’




রাইজিংবিডি/খুলনা/১৮ সেপ্টেম্বর ২০১৭/আব্দুল্লাহ এম রুবেল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়