ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খুলনায় সন্ত্রাসীর গুলিতে ইন্স্যুরেন্স কর্মী নিহত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় সন্ত্রাসীর গুলিতে ইন্স্যুরেন্স কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ ইকবাল সরোয়ার ওরফে ‘ইকবাল হুজুর’ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের মিনাক্ষী সিনেমা হলের সামনে তাকে গুলি করা হয়। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহত ইকবাল সরোয়ার স্থানীয় আঞ্জুমান রোড এলাকার মৃত শেখ মনসুর আহমেদের ছেলে। তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ইকবাল হুজুর রাতে মিনাক্ষী সিনেমা হলের সামনে আঞ্জুমান মসজিদ ও কবরখানা সংলগ্ন স্থানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এই সময় মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে পালিয়ে যান। গুলি তার বুকে, হাতে এবং পিঠে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যান। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হোজি শহীদ হত্যা মামলা রয়েছে। তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।



রাইজিংবিডি/খুলনা/০২ জুন ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়