ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় সৈকত-রাব্বীর চোট

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় সৈকত-রাব্বীর চোট

আব্দুল্লাহ এম রুবেল : খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছেন বরিশালের মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বী। সৈকত আবার মাঠে ফিরলেও চা বিরতির পর আর মাঠে নামতে পারেননি রাব্বী।

এর মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে স্লিপ করে পড়ে যান। খুলনার ইনিংসের ২১তম ওভারে সোহাগ গগাজীর বলে তুষার ইমরানের শর্টটি বাউন্ডারি লাইনে থামাতে গিয়ে পড়ে যান তিনি। তার হাটুর বেশ খানিকটা ছিলে যায়।  আঘাত পেয়ে একা উঠতে পারছিলেন না। পরে অন্য খেলোয়াড়দের সহায়তায় মাঠ থেকে বের হন তিনি। পরে তাকে মাঠ থেকে সোজা হাসপাতালে নেয়া হয়। তবে সিরিয়াস কিছু হয়নি তার। এমনকী এক্স-রেরও প্রয়োজন হয়নি। চা বিরতির পরে তিনি আবারও মাঠে নামেন।

 



তবে পেসার কামরুল ইসলাম রাব্বী কিছুটা শঙ্কাগ্রস্ত। বোলিং করার সময় পায়ে টান পড়ে তার। তাকেও মাঠ থেকে বের হয়ে আসতে হয়। পরে ড্রেসিংরুমে তাকে স্যালাইন দিতে হয়। বরিশাল বিভাগের কোচ দিপু রায় চৌধুরী জানিয়েছন প্রচন্ড গরমের কারণে এমন হয়েছে। কাল ফের মাঠে নামতে পারবে বলেও আশা করেছেন তিনি।


 

রাইজিংবিডি/খুলনা/৯ অক্টোবর ২০১৮/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়