ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খেলার ধরন পাল্টাবেন না ম্যাক্সওয়েল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলার ধরন পাল্টাবেন না ম্যাক্সওয়েল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সফরে আসার আগে ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। কিন্তু সফর বাতিল হওয়ায় দক্ষিণ আফ্রিকায় খেলার সুযোগ হারান ম্যাক্সওয়েল।

নির্বাচকরা তবুও তার উপর আস্থা রাখেন। সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ সফরে। বাংলাদেশ সফর ম্যাক্সওয়েলের জন্য আরও গুরুত্বের। এ সিরিজের উপর ম্যাক্সওয়েলের অ্যাশেজ খেলার ভাগ্য নির্ধারণ হবে। ভালো খেললে নভেম্বরের অ্যাশেজ সিরিজে জায়গা পাবেন।

চলতি বছরের শুরুতে ভারতে দুটি টেস্ট খেলেছিলেন হার্ডহিটার এ ব্যাটসম্যান। সেঞ্চুরিসহ দুই টেস্টে রান করেছিলেন ১৫৯।  দুই টেস্টে তার ব্যাটিং প্রশংসিত হয়েছিল। পরিস্থিতি বুঝে ডিফেন্সিভ এবং অ্যাটাকিং ব্যাটিং করেছিলেন ম্যাক্সওয়েল। বাংলাদেশ সফরেও একই ধরণে ব্যাটিং করার কথা জানিয়েছেন ডানহাতি মিডল অর্ডার এ ব্যাটসম্যান। বুধবার মিরপুরে অনুশীলনের ফাঁকে ম্যাক্সওয়েল বলেন,‘আমি আমার ব্যাটিংয়ের ধরণ পাল্টাবো না। ভারতে যেভাবে আমি ব্যাটিং করেছিলাম ঠিক সেভাবেই এখানে ব্যাটিং করব। তাদের বিপক্ষে ভালো করার জন্য আমার যথেস্ট পরিকল্পনা রয়েছে। ডিফেন্সিভ থেকে সেখান থেকেই রান বের করার চেষ্টা করব। বড় সময় ধরে ব্যাটিং করার পরিকল্পনা রয়েছে যেন সেঞ্চুরি করা যায়।’

বাংলাদেশ সফরের যাত্রাটা সুখকর হয়নি ম্যাক্সওয়েলের। প্রথম দিনই অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে পড়েছিলেন। তবে এখন পুরোদমে অনুশীলন করছেন।  মাঠে খানিকটা রানিং করে ইনডোরে ফিটনেস ট্রেনিংয়ে মনযোগী ম্যাক্সওয়েল। এছাড়া ব্যাটিং-বোলিং করছেন নিয়মিত। প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে শেষ প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ অসি ক্রিকেটার,‘শেষ কয়েকদিন ধরেই দারুণ প্রস্তুতি হচ্ছে। এখন শেষ মুহুর্তের প্রস্ততি চলছে। আমার মনে হয় ছেলেরা সবাই সময়টাকে উপভোগ করছে।’

বাংলাদেশের বিপক্ষে ভালো ফল পেতে নিজ থেকে বেশ কিছু নিয়ে কাজ করছেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বোলাররা উইকেট টু উইকেট বোলিং করার কারণে প্যাডের উপর থেকে ব্যাটিং অনুশীলন করছেন। নিজের ব্যাটিং অনুশীলন নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন,‘বাংলাদেশের বোলাররা স্ট্যাম্পে আঘাত করতে পছন্দ করে। তারা উইকেট টু উইকেট বোলিং করে যেন রক্ষণাত্মক ব্যাটিংয়ে চাপ তৈরি হয়। আমি প্যাডের সামনে এসে ব্যাটিং করছি। আশা করছি এটা এখানে দারুণ কাজে দিবে।’

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দলে জায়গা পেতে হলে আরও অনেক কষ্ট করতে হবে বলে মনে করছেন ম্যাক্সওয়েল। তার মতে,‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলে স্থায়ীভাবে জায়গা পাওয়া বেশ কঠিন। এখনও অনেক দূর বাকি। আমি জানি আমাকে ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে হবে। প্রতিটি ম্যাচে আমাকে অবদান রাখতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়