ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খোয়া যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোয়া যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে মোবাইল ব্যাংকিং অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ-এর খোয়া যাওয়া ২১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নীলফামারীর জলঢাকা উপজেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বিকাশকর্মী মো. মশিউর রহমান ও তার আত্মীয় মো. আহাদ।

মশিউর ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের সরোয়ার মিয়ার ছেলে ও মো. আহাদ সালথা উপজেলার বঙ্গদীয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ৮ জুলাই নগরকান্দা উপজেলার বিকাশকেন্দ্র থেকে ২৩ লাখ ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বিকাশকর্মী মশিউর রহমান। পরে তার স্ত্রী অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ অনুসন্ধান করে আজ নীলফামারীর জলঢাকা থেকে মশিউরকে টাকাসহ গ্রেপ্তার করে। এ সময় তার স্ত্রীর বড় ভাই মো. আহাদকেও গ্রেপ্তার করে পুলিশ। মশিউর টাকাগুলো চুরি করে পালিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।



রাইজিংবিডি/ফরিদপুর/২৫ জুলাই ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়