ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গণআন্দোলনে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য হবে

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণআন্দোলনে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘সময় আসলে’ জনগণই রাস্তায় নেমে গণআন্দোলনের মাধ্যমে অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নেবে বলে মত প্রকাশ করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই মত দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, ‘আন্দোলন ঘোষণা দিয়ে হয় না। কোটা আন্দোলন দেখুন, কোনো নেতাও ছিল না। সময় আসছে, জনগণ আর আমাদের দিকে তাকিয়ে থাকবে না। নিজেরাই রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করে নেবে। সরকার তখন গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হবে।’

খালেদা জিয়া, বিএনপি এবং ২০ দল ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না জানিয়ে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, খালেদা জিয়াকে মাইনাস করে যে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে, জনগণ তা মেনে নেবে না। জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা যায় না। দেশের জনগণ অত্যন্ত সচেতন। তারা বারবার প্রতারিত হবে না।’

‘যদি ২০১৪-এর পথে আওয়ামী লীগ হাটে জনগণ তা রোধ করবে। যারা মনে করছেন জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকবেন তা ভুলে যান। জনগণ রাস্তায় নামলে টিকতে পারবেন না’, বলেন খন্দকার মোশাররফ।

‘গ্রহণযোগ্য নির্বাচন ও বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামের একটি সংগঠন।

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘তিনি বলেছিলেন, রমজানে নিত্যপণ্যের মূল্য বাড়বে না। অথচ রমজানের দুদিনের মধ্যে সব বেড়ে গেছে। তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তাদের কোনো চেইন অব কমান্ড নেই।’

খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘হাইকোর্ট জামিন দিল, আপিল বিভাগও জামিন দিল। কিন্তু সরকার অন্যান্য মামলা নিয়ে যেভাবে পরিকল্পনা করছে এবং খালেদা জিয়াকে বন্দি রেখে নির্বাচন করতে চায়। কিন্তু সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণ তা মেনে নেবে না।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৮/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়