ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : গণভবনে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। প্রধানমন্ত্রী তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ দুই নাতি-নাতনিকে পাশে নিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মারুফা আকতার পপি প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত আছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল ফিতরের দিন সকালে প্রথমে রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ১১টা থেকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন শেখ হাসিনা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়