ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গণমাধ্যমকে পবিত্র রাখুন : তথ্যমন্ত্রী

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণমাধ্যমকে পবিত্র রাখুন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, পবিত্র ও বিশ্বস্ত রাখার জন্য মিথ্যাচার, খণ্ডিত তথ্য ও গুজবের ঝাপটা থেকে রক্ষা করতে হবে। একইসাথে গণতন্ত্রের ফুলের বাগানে জঙ্গি ও আগুন-সন্ত্রাসের বন্য হামলা প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে প্রথমবারের মতো ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ উদযাপন উপলক্ষে প্রেস কাউন্সিলের আয়োজনে তাদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

দিবসটি উপলক্ষে সকল গণমাধ্যমকর্মীকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭৪ সালের এই দিনে (১৪ ফেব্রুয়ারি) প্রেস কাউন্সিল আইন গেজেট আকারে প্রকাশিত হয় এবং সেই ঐতিহাসিক দিনটিকে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস হিসেবে পালন দেশের গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ ঘটেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম এখন সক্রিয় ও জীবন্ত। শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে আরো জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ আনতে প্রয়োজন বিকশিত গণমাধ্যম।’

হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্র শুধু সমালোচনার যন্ত্র নয়, যাপিত জীবনের আয়না। গণমাধ্যম স্বপ্ন দেখায়, শাসন করে, আদর করে। তাই একে পবিত্র, বস্তুনিষ্ঠ ও জনগণের বিশ্বস্ত হতে হবে।’

মন্ত্রী বলেন, ‘গৃহের খোলা জানালা দিয়ে রোদ-হাওয়ার সাথে যেমন পোকা-মাকড় আসে, তেমনি গণতন্ত্রের জানালা দিয়ে শান্তির সাথে জঙ্গি-অশান্তিও এসে ঢুকতে পারে। কিন্তু মানুষ ও গণতন্ত্রের মিলিত শক্তি জঙ্গি প্রতিহত করবেই।’

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর।

প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার অনুষ্ঠান সঞ্চালন করেন। গণমাধ্যমের বিপুল সংখ্যক প্রতিনিধি এতে  উপস্থিতি ছিলেন। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদসহ বিভিন্ন সংগঠন প্রেস কাউন্সিলকে ফুল দিয়ে অভিনন্দন জানায়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/নঈমুদ্দিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়